নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ছয়টি উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত ও পলাতক এ সকল আসামীকে গ্রেফতার করেন। শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে। এ নিয়ে গত ৪ দিনে জেলায় ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কন্ট্রোল রুম সূত্র মতে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল। শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন