শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৭ অপহরণকারীকে গণধোলাই

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস ও হিলি সংবাদদাতা : দিনাজপুরের বিরামপুরে বিজুল কামিল দারুল হুদা সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী শেফাকে গত শনিবার দুপুরে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৭ অপহরণকারীকে গণধোলাই দেয়া হয়েছে। এ ব্যাপারে ৭ জনকে আসামী করে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছে ওই ছাত্রীর পিতা মতিয়ার রহমান। উপজেলার পুঁটিমারা পরাণদীঘি এলাকায় গণধোলায়ের পর তাদের আটক করে পুলিশে সোর্পদ করা হয়। এ সময় অপহরণকারীদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল গ্রামের সাঈদ হোসেনের ছেলে ওমর ফারুক, নুরনবী, মির্জাপুর গ্রামের শাহাজানের ছেলে রায়হান কবির , রংপুর শহরের শালবাগান মিস্ত্রিপাড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে রাসেল মিয়া, একই এলাকার মৃত: শরিফুল ইসলামের ছেলে রংপুর কামারপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে কৌশিক আলম ও মাইক্রোবাস চালক মিঠাপুকুর উপজেলার শুকুরের হাটের মাহমুদ পাড়ার মৃত: বাবুলের ছেলে ছোটন। বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, দাখিল পরিক্ষার্থী ওই মেয়ে বাড়ি থেকে কোচিং সেন্টারে যাওয়ার সময় বিজুল মডেল হাই স্কুলের কাছে থেকে অপহরণকারীরা তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। এই খবর পেয়ে ছাত্রীর বাবা মাইক্রোবাসটি আটকের জন্য বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে সহযোগিতা নেন। মাইক্রোবাস চালকসহ সাতজনকে আটক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন