মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

উপজাতি শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড় এলাকায় এক উপজাতি শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে কান্তি মারাক নামে এক উপজাতি যুবকের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আকতারুজ্জামান এ আদেশ প্রদান করেন। একই সাথে এক লাখ টাকা ক্ষতিপুরণ দেয়ার আদেশ করেন।
নথিসূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ মার্চ সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামের কান্তি মারাক ৮ বছরের ওই শিশুকে (বিথি) নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর পাশবর্তী সেচের ড্রেনে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার নানা প্রজেন্দ্র মারাক বাদী হয়ে ৩১ মার্চ নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিনই ময়মনসিংহ জেলার পাশবতী ফুলপুর উপজেলা থেকে ধর্ষক কান্তি মারাককে গ্রেফতার করে। পরবর্তীতে ২০১৩ সালের ৪ জুন মামলার চার্জগঠন শেষে বিচারের কাজ শুরু হলে ১২ জন সাক্ষির সাক্ষ্যগ্রহনণ এবং আসামির জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করলে আদালত এ রায় প্রদান করেন। শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পোশার পিপি এড. গোলাম কিবরিয়া বুলু এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বাদী পক্ষ এ রায়ে সন্তোষ্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন