রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেতাগী পৌরসভার অর্ধশতাধিক পরিবার পানিবন্দি

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বরগুনার বেতাগী পৌরসভার ৫নং ওয়ার্ডের ৫২ পরিবার পানিবন্ধী অবস্থায়। ফলে ভুক্তভোগী পরিবারগুলা দুর্বিসহ জীবন-যাপন করছেন। সরেজমিনে তথ্যানুযায়ী, ওয়াপদা রোডের উত্তরপাশ এবং থানা সংলগ্ন এলাকার দক্ষিণ ও পশ্চিম পাশের ৫২টি পরিবার পানির মধ্যে রয়েছে। পানি ড্রেনের সাথে যথাযথ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে কিংবা কালবৈশাখী ঝড়ের পানি জমে যায়। ফলে দুর্ভোগে পরে ওই এলাকার পরিবারগুলো। কোমলমতি স্কুলের শিশু শিক্ষার্থীরা পরে বিপাকে। সাবরেজিস্টার অফিসে কর্মরত মারুফা আক্তার জানান, ‘পানি ওপরদিয়ে প্রতিদিন বাসায় যাওয়া-আসা করতে হয়।’ ভুক্তভোগী জাহাঙ্গীর বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা হলে পরিবারগুলো পানিবন্ধী থেকে রেহাই পেত।’ সংশ্লিষ্ট কাউন্সিলর মাসুদুর রহমান খান বলেন, ‘আমরা অতি শীঘ্রই পানিবন্ধী পরিবারগুলোর ড্রেনেজ ব্যবস্থা করব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন