কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
কাপ্তাইয়ের ৩টি ইউপিতে ১৪ ইউপি সদস্য বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। এরমধ্যে ওয়া¹া ইউপিতে ১নং ওয়ার্ডে বিমল চন্দ্র তংচঙ্গ্যা, ২নং ওয়ার্ডে অমল কান্তিদে, রাইখালী ইউপিতে সংরক্ষিত মহিলা আসন উয়াইচিং মারমা, ৭নং ওয়ার্ডে রনজীত কুমার তংচঙ্গ্যা, ৮নং সুইচাপ্রু মারমা, ৯নং ওয়ার্ড পুচিংমং মারমা চিৎমরম ইউপিতে সংরক্ষিত ৭, ৮, ৯ নং ওয়ার্ডে হ্লাচিংনু মারমা, ১নং ওয়ার্ডে চাথোয়াইাপ্রু মারমা, ৭নং ওয়ার্ডে সাইহলামং মারমা ৮নং ওয়ার্ডে উইহ্লান মারমা ৯নং ওয়ার্ডে মন্টু কুমার চাকাম এবং কাপ্তাই ইউপিতে ২নং ওয়ার্ডে সুইপ্রু মারমা, ৩নং ওয়ার্ডে নবীন কুমার তংচঙ্গ্যা (কারবারী) নির্বাচিত হয়। উল্লেখ্য আগামী ৪ জুন কাপ্তাইয়ের ৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন