সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
সৈয়দপুর বাইপাস সড়কের বসুনিয়া মোড়ে গত রোববার বেলা সাড়ে ১১টার সময় বিআরটিসি বাসের ধাক্কায় জালাল উদ্দিন (৪৮) নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। প্রতিবাদে ওই সড়কে ১ ঘণ্টা সকল প্রকার যানচলাচল বন্ধ থাকে। ওই ব্যক্তি শহরে শবেবরাতের আটা কুটে ও বাজার করে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাস (রংপুর-ব-১১-০০১৮) ওইস্থানে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সিদ্দিকীয় তেলিপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত এজার উদ্দিন। বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেলুনের দোকানে ঢুকে পড়ে। তবে কেউ হতাহত হয়নি। এলাকাবাসী বাসের চালক ও হেলপারকে আটক করে বাসটি ব্যাপক ভাংচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে বাইপাস সড়কে প্রায় ১ ঘণ্টা সকল প্রকার যানচলাচল বন্ধ থাকে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন