বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

যশোর ও সাতক্ষীরার মধ্যে সেতুবন্ধন রচনা করল এলজিইডির একটি ব্রিজ

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

রেবা রহমান, যশোর থেকে
এক বছর দুই বছর নয় দীর্ঘ ৪৫টি বছরের কষ্টের লাঘব হয়েছে যশোর ও সাতক্ষীরার দুই উপজেলার মানুষের। যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু মো. সাহরিয়ারের নিরলস প্রচেষ্টায় কপোতাক্ষ নদের ওপর  নেতু নির্মাণ শেষে যাতায়াতের জন্য খুলে দেয়া হয়েছে। এতে দুই উপজেলার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। এলজিইডি সূত্র জানায়, যশোর জেলার মনিরামপুরের রাজগঞ্জ জিসি-খোর্দ্দ জিসি সড়কের চেইনেজ  ১০,৫০০ মিটারে কপোতাক্ষ নদের উপর ১৬৮ মিটার দীর্ঘ ইনভার্টেড গার্ডার ব্রিজটি উদ্বোধনের ফলে যশোর-সাতক্ষীরা এলাকার প্রায় ৫ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল। যশোর জেলার মনিরামপুর উপজেলার চাকলা বাজার এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোর্দ্দ বাজারের বিপুল জনগোষ্ঠির পারাপার, হাইস্কুল, কলেজে যাতায়াত এবং  বাজারের সংযোগ নিরবচ্ছিন্ন রাখার নিমিত্তে কপোতাক্ষ নদের উপর নির্মিত ব্রিজটি বিশেষ অবদান রাখবে। যার পরিপ্রেক্ষিতে উপকারভোগী জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নসহ কৃষকের পণ্য পরিবহনে সহজ হবে, স্বাস্থ্য, শিক্ষা ও আইন-শৃঙ্খলাসহ সব ধরনের উন্নয়ন কাজ দ্রুত হবে। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীসহ এলাকাবাসীকে নৌকায় পার হওয়ার সময় নদীতে পড়ে হাবুডুবুও খেতে হত। সেতুটি না থাকায় যেমন একদিকে মানুষের ক্রমাগত দুর্ভোগের শিকার হতে হয়। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃষিনির্ভর উপজেলা দুটির মানুষ ব্যবসা-বাণিজ্য ও সার্বিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়ে। ফলে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এ সেতুটি নির্মাণের জন্য বিভিন্ন আন্দোলন, সংগ্রামও করে আসছিলেন। দৈনিক ইনকিলাবসহ পত্র-পত্রিকা বহুবারই সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে কপোতাক্ষ নদের উপর একটি ব্রিজের অভাবে দুই উপজেলাবাসির যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গত মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যশোর-এর আয়োজনে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় এমপি স্বপন ভট্টাচার্র্য্য, তালা-কলারোয়া আসনের এমপি মোস্তফা লুৎফুল্লাহ, মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবু মো. শাহরিয়ার, তত্ত্বারধায়ক প্রকৌশলী (অতি : দায়িত্ব), যশোর অঞ্চল, যশোর, উপজেলা প্রকৌশলী মো. জহীর মেহেদী হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন