বগুড়া অফিস
বগুড়ার শেরপুরে পুন্ড্র ইউনিভার্সিটির অবৈধ ভর্তি অফিস স্থাপন করে প্রতারণা করায় সরকারের উদ্যোগে তা উচ্ছেদ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বগুড়া জেলা প্রশাসন গত রোববার র্যাবের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল হাসান রুমি। অভিযান পরিচালনাকালে তিনি বলেন, পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি শেরপুর বগুড়ার ভর্তি অফিসটির আইনগত কোন ভিত্তি না থাকায় সরকারের নির্দেশনা মোতাবেক এবং জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছেদ করে এর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান শেষে ভবনটি তালাবদ্ধ করে চাবি ভবন মালিক মোঃ হাসানুজ্জামান হেলালের হাতে হস্তান্তর করেন। জানা গেছে, উত্তরবঙ্গের প্রথম অনুমোদিত একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসাবে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ২০০২ সালে সরকারের অনুমোদন লাভ করে। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ঠেঙ্গামারা গোকুল বগুড়ায় ক্যাম্পাস স্থাপন করে পাঠদান কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে উক্ত বিশ্ববিদ্যালয় সরকার কর্তৃক বৈশিষ্ট্যহীন কারণে বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উদ্যোক্তাগণ পদ্ধতিগতভাবে দীর্ঘ প্রশাসনিক ও আইনী প্রক্রিয়া শেষে গত ০৪/১২/১৪ তারিখে হাইকোর্টের রায় লাভ করে। সরকারি অনুমোদনের ভিত্তিতে ৩০/০৯/১৫ তারিখের বিশ্ববিদ্যালয়টি তার প্রতিষ্ঠাকালীন ক্যাম্পাসে উচ্চ শিক্ষাদান কার্যক্রম শুরু করে। এ দিকে জনৈক গোলাম রব্বানী যিনি দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে অপসারিত হয়ে বগুড়া শহরের ভবের বাজার পালশায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের অবৈধ একটি ভর্তি অফিস খোলেন। পরবর্তীতে তাদের নিজেদের সুবিধার জন্য উক্ত অফিস বগুড়া জেলার শেরপুর উপজেলায় উচ্ছেদকৃত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে সাইন বোর্ড টাঙ্গিয়ে ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম শুরু করে। পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠাতাগণের অভিযোগ ও আইনী প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং শিম/শাঃ ১৭/৮ বেঃ বিঃ ৮/২০০১(অংশ-১)/২২৩ নির্দেশ মোতাবেক এই অভিযান পরিচালিত হয়। অবৈধ ভর্তি অফিস থেকে সাইন বোর্ড ও নথিপত্র জব্দ করা হয়েছে। অবশেষে সরকরের উদ্যোগে বগুড়ার শেরপুরে অবৈধভাবে স্থাপন করা পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ভর্তি অফিস উচ্ছেদ করা হল। উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় গণমাধ্যম কর্মী, এলাকাবাসী ও ভবন মালিক উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন