শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফেনসিডিল ও কচ্ছপের হাড় উদ্ধার

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গণকবর এলাকা থেকে ফেনসিডিল ও কচ্ছপের হাড় উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আহমেদ জুনাইদ আলম খান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সুবেদার আকতার হোসেনের নেতৃত্বে¡ বালিয়াদীঘি গণকবর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩শ’ ৬২ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩৭ টাকা।
বার্ষিক সেমিনার ও বিদায় সংবর্ধনা
শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০১৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক সিরাজউদদৌলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, নবনির্বাচিত মেয়র কারিবুল হক রাজিন। এছাড়া পৌরসভার কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়টি এমপিওভুক্তির আশ্বাস প্রদান করেন। অন্যদিকে উপজেলার পূর্ব শ্যামপুর দাখিল মাদ্রাসায় বেসরকারি সংস্থা ওয়েলফেয়ার এসোসিয়েশন ফর ডেভেলপমেন্টের আয়োজনে বার্ষিক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন