শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতখানে জোরপূর্বক বসতঘর দখলের অভিযোগ

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ভোলার দৌলতখানে জোরপূর্বক বসতঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, স্থানীয় পৌর ২ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদ তার ওয়ারিশ হাজেরা খাতুনের কাছ থেকে প্রথমে ০৪ শতাংশ জমি ক্রয় করেন। পরে অপর ওয়ারিশ হাফছা খাতুন ও অহিদা খাতুনের কাছ থেকে আরো ০৭ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছিল। তৎকালীন চর ছোট লামছিধলী মৌজার ৮০৩ নং খতিয়ানভূক্ত ৬৩ নং দাগে বসতঘরে পরিবার নিয়ে বসবাস করছিলেন আব্দুল হামিদ। 

সম্প্রতি স্থানীয় মনা মিয়ার পুত্র মোর্শেদ জোরপূর্বক হামিদ মিয়ার বসতঘর দখল করে ও ঘরের মালামাল লুটপাট করে। এ ঘটনায় হামিদ গংরা মোর্সেদ গংদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেন। হামিদ মিয়ার ছেলে ইকবাল হোসেন জানান, আমি দীর্ঘদিন ধরে ওই ঘরে বসবাস করছি। ঘরে আমার ব্যবসার মালামাল ছিল। ৭ ফেব্রæযারী স্থানীয় বাসিন্দা মোর্শেদ দলবলসহ ঘর দখল করে ও মালামাল লুটপাট করে। তবে অভিযুক্ত মোর্শেদ ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, ঘরের প্রকৃত মালিক অহিদা খাতুনের কাছ থেকে সে ঘরটি ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করছেন। এদিকে লুটপাট ও ঘর দখলের পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য মোর্শেদ গংরা আব্দুল হামিদের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। এতে আতংকের মধ্যে রয়েছে আব্দুল হামিদের পরিবার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন