শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

যন্ত্রাংশ চুরির সময় আটক

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামীণফোনের টাওয়ারের যন্ত্রাংশ চুরি করার সময় পিন্টু (২৮) নামে এক চোর আটক হয়েছে। বুধবার রাত ১টার সময় উপজেলার ফিলিপনগর বাজারের গ্রামীন ফোনের টাওয়ারে উঠে চুরি করার সময় স্থানীয় জনগনের হাতে সে আটক হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, চোর পিন্টুর নেতুত্বে ৩-৪ জনের সঙ্গবদ্ধ চোর গ্রামীণফোনের টাওয়ারে উঠে মূল্যবান যন্ত্রাংশ চুরি করতে থাকে। এ সময় এলাকাবাসী জানতে পেরে চোরদের ধাওয়া দেয়। পালানোর সময় পিন্টু জনতার হাতে আটক হলেও বাঁকীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী পিন্টুকে গণধোলাই দিয়ে তাকে পুলিশে না দিয়ে হাত-পা বেঁেধ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকিয়ে রাখে। পিন্টু একই এলাকার চাঁদ আলীর প্রামাণিকের ছেলে। চোর আটকের বিষয়ে দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এলাকাবাসীর হাতে চোর আটক হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম পুলিশের নিকট চোরকে সোপর্দ না করে নিজ হেফাজতে রাখে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন