শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে ম্যালেরিয়াবিষয়ক অবহিতকরণ সভা

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগ নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ম্যালেরিয়া বিষয়ক অ্যাডভোকেন্সি সভা গতকাল শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. একরাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় অ্যাডভোকেন্সি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নূরনাহার বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া ও এডিস সংক্রান্ত রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডেপুটি ম্যানেজার এম আখতারুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এম কে হাসান মোর্শেদ, স্বাস্থ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী, বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক নিখিল মানকিন শিক্ষা কর্মকর্তা খোরশেদ আহমেদ চৌধুরী। অ্যাডভোকেন্সির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালটেশন ডা. মাকসুদুল করিম। সভায় ম্যালেরিয়ার বিভিন্ন রোধ-প্রতিরোধ করা নিয়ে আলোচনা করা হয়। অ্যাডভোকেসি সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্কাউটস, ধর্মীয় নেতৃবৃন্দ, আইন শৃংখলা বাহিনীর ৫৫ জন সদস্য অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন