লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিক বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম রফিক (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপাল রায় বিধুয়া মাল্লী গ্রামে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। রফিক উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে।
পুলিশের ভাষ্য, রফিক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ৬টি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন জানান, গোপন খবরে উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় রোববার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ রফিকুল ইসলাম রফিককে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যে, মাদকের বড় চালান উদ্ধারে উক্ত এলাকায় যায় পুলিশ। রফিকুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশের সঙ্গে মাদক কারবারিদের বন্দুকযুদ্ধ হয়। হেফাজত থেকে পালাতে গেলে রফিক দুই পায়ে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দুকযুদ্ধে সাইদুল ইসলাম ও মোশারফ হোসেন নামে কালীগঞ্জ থানা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। কালীগঞ্জ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রফিকের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন