যশোর ব্যুরো
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যাকা-ে দায়ের করা অস্ত্র মামলার অভিযুক্ত আসামি ইউপি চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসের জামিন বাতিল করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। যশোর জেলা ও দায়রা জজ মো. ইসরাইল হোসেন গত রোববার তার জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরিতোষ অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এবারও তিনি এ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আ’লীগের বিদ্রোহী) হিসাবে লড়াই করছেন। তিনি আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যা, অস্ত্র সরবরাহ এবং প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলম হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত আসামি। যশোরের সরকারি কৌসুলি (পিপি) রফিকুল ইসলাম জানান, মোল্যা ওলিয়ার রহমান হত্যাকা-ে অস্ত্র সরবরাহ মামলায় পরিতোষ উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ বর্ধিতের কোনো কাগজ আদালতে দেখাতে পারেননি। এই কারণে সোমবার মামলার নির্ধারিত দিনে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০১৪ সালের ২৩ নভেম্বর উপজেলা পরিষদের নিকটে নওয়াপাড়া বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী তিন সন্ত্রাসী মোল্যা ওলিয়ার রহমানকে (৬২) গুলি করে হত্যা করে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর ব্যুরো প্রধান, নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য, ১২টি শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, হত্যাকা-ের পরদিন ২৪ নভেম্বর নিহত মোল্যা ওলিয়ার রহমানের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা ও একইদিন যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আবুল খায়ের মোল্যা বাদী হয়ে অস্ত্র আইনে অভয়নগর থানায় আরেকটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুটি মামলায় পরিতোষকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন