ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন নিবাসী তমিজউদ্দিন খলিফার পুত্র সোহাগ খলিফাকে একটি মিথ্যা মামলায় গত সোমবার নিজ এলাকার মিঠাকুমড়া বাজার ব্যবসায়িক কোতোয়ালী থানার এসআই মাসুদ রানা গ্রেফতার করে এবং পরবর্তীতে জেলহাজতে প্রেরণ করে। সোহাগ খলিফাকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী পিঠাকুমড়া বাজারে সোহাগের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে। এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের ঝিলটুলী নিবাসী শেখ মোস্তাক আলী, পিতা জোনাব আলী তার ভাতিজা শেখ মেহেদী হাসান শান্তকে ১৮ ফেব্রুয়ারি মোস্তাফিজুর রহমান শুভসহ ৭ ব্যক্তি হামলা ও মারধোর করে পালিয়ে যায়। এ বিষয়ে শেখ মোস্তাক আলী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করে। ওই মামলায় সোহাগ খলিফাকে ৭নং আসামী করা হয়। ঈশানগোপালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার শামিম আহমেদ ও মিঠা কুমড়া বাজারের ব্যবসায়ী পল্লব কুমার সাহা, মো: সেলিম মিয়াসহ ৫০ থেকে ৬০ জন জানায়, গত ১৮ ফেব্রুয়ারি সোহাগ খলিফা এলাকায় ছিলো এবং আমাদের এলাকার একটি স্কুলের খেলাধুলা অনুষ্ঠানে সন্ধ্যা পর্যন্ত উপস্থিত ছিলো। কিভাবে ওইদিন ফরিদপুরে গিয়ে শান্তকে মারধোর করে ঈশান গোপাল থেকে ফরিদপুরের দূরত্ব ১০ কিলোমিটার। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বাদী কারো উস্কানিতে সোহাগ খলিফাকে আসামী করেছে। সোহাগ খলিফা সরকারি রাজেন্দ্র কলেজের মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। তার শেষ বর্ষের পরীক্ষা চলছে। ইতোমধ্যে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন