শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভৈরবে নবজাতকের লাশ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সোমবার রাতে ভৈরব শহরের সেন্টাল হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ময়লার ভাগারে পরে থাকা একটি কার্টনে নবজাতকের লাশ দেখতে পেয়ে এক পথচারী পুলিশকে খবর দেয়। পরে ভৈরব থানা পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানান, জন্মের পরপরই কেউ ছেলে নবজাতকটিকে কার্টনবন্দি করে ময়লার ভাগাড়ের ফেলে রেখে যায়। এর আগেও বিভিন্ন হাসপাতালের সামনে এমন জঘন্যতম ঘটনা ঘটেছে। নবজাতক লাশ দেখে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে ছেলে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ আজ মঙ্গলবার কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন