স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার শাজাহানপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার ৯টি ইউনিয়নের ৬ জন চেয়ারম্যান, ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯ জন সাধারণ সদস্য প্রার্থীর কাছ থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত প্রার্থীদের কাছ থেকে উল্লিখিত পরিমাণ টাকা জরিমানা আদায় করেন। দ-িত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলার মাঝিড়া ইউনিয়নের আ.লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন বাবলু, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জোব্বার, লুৎফর রহমান, আড়িয়া ইউনিয়নের বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান, আমরুল ইউনিয়নের আ.লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বিমান ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। দ-িত সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা হলেন- মাঝিড়া ইউনিয়নের ঝরনা বেগম, আছিয়া বেগম, আড়িয়া ইউনিয়নের আফরুজা পারভিন, তারা বেগম, গোহাইল ইউনিয়নের মুঞ্জুয়ারা বেগম। দ-িত সাধারণ সদস্য প্রার্থীরা হলেন, মাঝিড়া ইউনিয়নের দেলোয়ার হোসেন, সৈয়দ মনির হোসেন ময়না, তারেক হোসেন, রিজানুর রহমান, আড়িয়া ইউনিয়নের তাজুল ইসলাম, সানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আজিজুল হক, আফজাল হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রথমবারের মত সতর্ক করে দিয়ে চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ২ হাজার এবং সদস্য প্রার্থীদের ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তিতে আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন