শংকর চন্দ্র বণিক, নান্দাইল (ময়মনসিংহ) থেকে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর-গাজীপুর সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সড়কটির সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকায় রাস্তায় চলাচলকারীরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এ সড়কে অনিয়ন্ত্রিত বালু ও ইটবাহী ভারী যান চলাচলের কারণে রাস্তাটি দিনদিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটির দুরবস্থার কারণে প্রতিদিনই সাধারণ মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। উপজেলার মধুপুর বাজার হয়ে রাজিবপুর, উচাখিলা,তারুন্দিয়া হয়ে রাস্তাাটি কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে মিলিত হয়েছে। পার্শ্ববর্তী নান্দাইল, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য এলাকার মানুষের একমাত্র চলাচলের মাধ্যম ২৩ কি.মি. দীর্ঘ এ রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ১৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অতি কষ্টে আসা-যাওয়া করে থাকে। বর্তমানে সড়কটি উপজেলার চরাঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে । রাস্তাটির বেহাল দশার কারণে অত্র অঞ্চলের মানুষ চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নির্বিঘেœ যেতে পারছেন না। অসংখ্য খানাখন্দে ভরা রাস্তাটিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাত্রীরা চলাচল করছেন। আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের প্রভাষক ইসরাত জাহান বলেন, রাস্তাটি এতই খারাপ যে, প্রতিদিন আমাদের অতিরিক্ত সময়ের পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ইজিবাইক চালক রিপন মিয়া জানান, রাস্তা ভাঙ্গা থাকায় অতিরিক্ত ঝাঁকুনিতে গাড়ি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। ঈশ্বরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন জানান, জনগুরুত্বপন্ন এ রাস্তটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে উর্ধŸতন কর্তৃপক্ষ বরাবর আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ না থাকায় রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন