শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চোরাই গাড়িসহ ৮ ডাকাত আটক

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি করা ৭ গাড়িসহ ডাকাতি ও ছিনতাইসহ নানা অপকর্মের সক্রিয় ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কুলাউড়া পৌরসভার উত্তর জয়পাশা এলাকার মৃত মন্তর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ফুল (২৯), শিবির রোড এলাকার মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন রনি(২৮) এবং মোঃ মতিন মিয়ার ছেলে হৃদয় আহমেদ বাহার (২১), জয়পাশা এলাকার মন্নান মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া (২৭), ওই এলাকার মৃত মকবুল আলীর ছেলে আবুল হোসেন (৩৪), বড়কাপন গ্রামের আনোয়ার মিয়ার ছেলে শহিদ মিয়া (২৬), কাদিপুর ইউনিয়নের গুপ্ত গ্রামের মদরিছ আলীর ছেলে হেলাল মিয়া (২৯), সিলেটের গোলাপগঞ্জ থানার বারকোট কর্তাপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রাজু আহমেদ ইকবাল (২৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রথমে মোস্তাফিজুর রহমান ফুল, আশরাফ হোসেন রনি, হৃদয় আহমেদ বাহার, মো. শাহিন মিয়া ও আবুল হোসেনকে উপজেলা পরিষদের পাশে পরিত্যক্ত একটি বাসা থেকে দেশীয় অস্ত্রসহ আটক করে। পরে আটককৃতদের দেয়া তথ্যমতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের পাশের সড়ক থেকে একটি প্রাইভেটকারসহ শহিদ মিয়া, হেলাল মিয়া ও রাজু আহমেদ ইকবালকে আটক করা হয়। এছাড়াও তাদের স্বীকারোক্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চোরাইকৃত ১টি পিকআপ ভ্যান, ৫টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা। গাড়ি চুরি করে সেগুলো আবার ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হত। তারা সিলেট বিভাগে সংঘটিত বিভিন্ন ডাকাতি, ছিনতাই, গাড়ি চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন