শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইউপি সদস্যের হামলায় সাংবাদিক দম্পতি আহত

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে

বগুড়ার ধুনটে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম রফিক হামলা চালিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন ইমনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও মারপিট করে সাংবাদিক দম্পতিকে আহত করেছে। জানা গেছে, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম এক প্রভাবশালী জনপ্রতিনিধির আত্মীয়ের পরিচয় দিয়ে দীর্ঘদিন সরকারি বরাদ্দের টিআর, কাবিখার অর্থ আত্মসাৎ ও পল্লী বিদ্যুতের লাইন নির্মাণের নামে এলাকায় চাঁদাবাজি করে আসছে। এ সব বিষয় নিয়ে সাংবাদিক ইমন বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করায় ইউপি সদস্য রফিক ক্ষিপ্ত হয়ে ওঠে। ২০১৫-২০১৬ অর্থ বছরে চৌকিবাড়ী গ্রামের পূর্বপাড়া ও উত্তরপাড়া এই দুইটি জামে মসজিদে টিআর প্রকল্পের সোলার প্যানেল বরাদ্দ দেয়া হয়। কিন্তু ইউপি সদস্য রফিক ওই দু’টি মসজিদের সোলার প্যানেলের টাকা আত্মসাৎ করার চেষ্টা করে। গত ২৩ মে সাংবাদিক ইমন মসজিদের নামে বরাদ্দের সোলার প্যানেলের টাকা আত্মসাতের তথ্য সংগ্রহ করায় ইউপি সদস্য রফিক ক্ষিপ্ত হয়ে রাত ৯টায় সাংবাদিক ইমনকে মোবাইল ফোনে হুমকি দেয়। রাত সাড়ে ১০টার দিকে ইউপি সদস্য রফিকুল ইসলাম, রিজভী সরকার ও রুবেলসহ ১৫/২০ জন সন্ত্রাসী সাংবাদিক ইমনের বাড়িতে হামলা চালিয়ে দরজা জানালা ভাঙচুর করতে থাকে। এ সময় সাংবাদিক ইমন ও তার স্ত্রী ফিজু খাতুন ঘর থেকে বেরিয়ে এলে সন্ত্রাসীরা সাংবাদিক দম্পতিকে বেধরক মারপিট করে এবং ঘরে প্রবেশ করে জিনিসপত্র তছনছ করে ওয়ারড্রপের ড্রয়ার ভেঙে ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ওই সাংবাদিকের চাচাতো ভাই শাহ আলম বাঁধা দিলে সন্ত্রাসীরা শাহ আলমকে মারপিট করে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে থানায় খবর দিলে এসআই আনোয়ার হোসেন ও এসআই আব্দুল মোত্তালেব ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীদের কবল থেকে শাহ আলমকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন সাংবাদিক দম্পতিসহ শাহ আলমকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে সাংবাদিক ইমন বাদী হয়ে ইউপি সদস্য রফিকুল ইসলামসহ ১৫/২০ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউপি সদস্য রফিকসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন