শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ধামরাইয়ে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুরস্কার বিতরণ

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৯ এএম

পৌর শহরে ঐতিহ্যবাহী ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গণকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে একটি ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিণার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে বিদ্যালয়ের সভাপতি শফিক আনোয়ার গুলশানের সভপিতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ। স্বাগণ বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্ত, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ। বক্তব্য শেষে বিজয়ীদের মাষে পুরস্কার বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন