মোঃ আনিস উর রহমান স্বপন, ধামরাই (ঢাকা) থেকে
আগামীকাল ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে বেশিরভাগ ইউনিয়ন পরিষদ থেকে আ.লীগ থেকে একাধিক বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। পরে গত ১৫ মে ১৭ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করে উপজেলা আ.লীগ। বহিষ্কারের পরও আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় বেশ এগিয়েই ছিলেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসতে থাকে দলীয় নেতাদের চাপে তখনই বহিষ্কৃত নেতারা দিশেহারা হয়ে পড়েন। এতে ঢাকা জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এবং উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকুসহ স্থানীয় নেতাদের প্রচেষ্টায় পরে হলেও বিদ্রোহী প্রার্থীরা দলীয় মনোনীয় প্রার্থী অর্থাৎ নৌকার প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তবে বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী এখন পর্যন্ত চেয়ারম্যান পদ থেকে অর্থাৎ নির্বাচন থেকে সড়ে দাঁড়ায়নি। যেসব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তারা হলেন, কুশুরা ইউনিয়নে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিদ্রোহী প্রার্থী আব্দুর রহমান, বাইশাকান্দা ইউনিয়নে মেরাজ খান, সানোড়া ইউনিয়নে চাঁন মিয়া, খালেকুজ্জামান, গাঙ্গুটিয়া ইউনিয়নে দেলোয়ার হোসেন, আব্দুর রহমান, চৌহাট ইউনিয়নে নজরুল ইসলাম ও আনোয়ার শিকদার। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কুশুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ভালবাসি তাই নৌকার প্রার্থী এনায়েত হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এ ব্যাপারে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বলন, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন থেকে বসে যাওয়াতে আমাদের প্রার্থীদের বিজয় অনেকটাই সুনিশ্চিত। অপরদিকে বিএনপির ধানের শীষ প্রতীকে কোন বিদ্রোহী প্রার্থী এখন পর্যন্ত নির্বাচন থেকে সড়ে দাঁড়ায়নি বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন