সর্বজিত সিং (রণদীপ হুদা) তার স্ত্রী সুখপ্রীতকে (রিচা চাদ্দা), বোন দালবির কওর (ঐশ্বর্য রাই বচ্চন) এবং বাবাকে নিয়ে পাকিস্তানের সীমান্তের কাছে ভারতের পাঞ্জাব রাজ্যের এক গ্রাম থাকে। পুনম কওর (অঙ্কিতা শ্রীবাস্তব) আর স্বপনদীপ কওর নামে দুই কন্যার বাবা সে। একজন খেতমজুর সে। অন্যের জমিতে শ্রম দিয়ে সে তার জীবিকা অর্জন করে। অসংলগ্ন অবস্থায় একদিন সে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভ‚খÐে চলে যায় এবং সেখানে গ্রেফতার হয়। পাকিস্তানের সেনাবাহিনীর অভিযোগ সে একজন সন্ত্রাসবাদী, ভারতীয় গুপ্তচর সংস্থার হয়ে সে কাজ করছে। এর আগে লাহোরে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে তার বিচার শুরু হয়। পাকিস্তানি বাহিনীর দাবি সে একজন ভারতীয় চর, তার নাম রণজিত সিং মাট্টু এবং সেই সেই বিস্ফোরণের জন্য দায়ী।
সর্বজিতের বোন দালবির ভা্য়রে হয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে। আওয়াইস শেখ (দর্শন কুমার) নামে এক আইনজীবী সর্বজিতের হয়ে মামলা লড়তে থাকে। ২৩ বছর এই লড়াই চলার পর সর্বজিতকে নির্দোষ বলে রায় দেয়া হয়। আওয়াইস আর দালবির সর্বজিতের নির্দোষিতা প্রমাণের জন্য আসল রণজিত সিংকে খুঁজে বের করা চেষ্টা করে। কিন্তু মুক্তি পাবার আগেই কয়েদীরা তাকে আক্রমণ করে কাশ্মীরের আফজাল গুরুর হত্যার প্রতিশোধ নেবার জন্য। মারাত্মক আহত অবস্থায় ২০১৩র ২ মে হাসপাতালে তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন