বিনোদন ডেস্ক : ‘আমাদের মনের কথা’র আজকের পর্বে হিজড়া সেজে চাঁদাবাজি করা শিমুল-এর মুখোমুখি হচ্ছেন শামীম শাহেদ। হিজড়া হওয়ার কারণে পরিবার ও সমাজ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে শিমুল। একই সম্প্রদায়ের মানুষের সাথে গড়ে তোলে বন্ধুত্ব। জীবিকার তাগিদে বেছে নেয় অভিনব কৌশলে চাঁদাবাজির পথ। বিস্তারিত জানা যাবে আজকের পর্বে। প্রতিনিয়তই আমাদের আশপাশে ঘটে চলেছে নানা ধরনের অপরাধ। সেসব অপরাধী কিংবা যারা ভুক্তভোগী তাদের কথা শুনব আমরা ‘আমাদের মনের কথা’ অনুষ্ঠানে। শামীম শাহেদের উপস্থাপনায় পর্দার আড়ালে বসা হিজড়া সেজে চাঁদাবাজি করা শিমুল-এর এই সাক্ষাৎকার প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন