শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাগুরায় শাস্তির দাবিতে আইনজীবীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১০ মে, ২০১৯, ১২:০৫ এএম

মাগুরায় অ্যাডভোকেট সাবিকুন্নাহার রূপার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা জেলা জজ কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ৬ মে সকালে অ্যাডভোকেট সাবিকুন নাহার রূপা শহরের পারনান্দুয়ালী গ্রামে শ্বশুরবাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যা করে।
বিয়ের দীর্ঘ এক যুগ পরও কোন সন্তান না হওয়ায় রূপার স্বামী ব্যবসায়ী তমাল মাহমুদ স¤প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় অপমানিত হয়ে অ্যাডভোকেট রূপা আত্মহত্যা করতে বাধ্য হন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ মৃত্যুর জন্যে স্বামী তমাল মাহমুদকে দায়ি করে তার শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
আয়োজিত মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসকেন্দার আযম বাবলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলসহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন