শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাংশায় আড়াইশ’ মণ ভেজাল গুড় ধ্বংস

৫০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০১৯, ১২:০৫ এএম

রাজবাড়ীর পাংশায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় আড়াইশ মণ গুড় ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় কারখানা মালিককে ৫০ হাজার টাকাও জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পাংশা আজিজ সরদার বাস স্ট্যান্ড এলাকার তাপস কুমার পালের গুড়ের কারখানায় চিনি, বিভিন্ন প্রকার রাসায়নিক রং, চক পাউডার, ফিটকিরি মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
এসময় রাজবাড়ী জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান, পাংশা থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Uzzal ১০ মে, ২০১৯, ৮:২৬ এএম says : 0
Very good!!!
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন