রাজবাড়ীর পাংশায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় আড়াইশ মণ গুড় ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় কারখানা মালিককে ৫০ হাজার টাকাও জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পাংশা আজিজ সরদার বাস স্ট্যান্ড এলাকার তাপস কুমার পালের গুড়ের কারখানায় চিনি, বিভিন্ন প্রকার রাসায়নিক রং, চক পাউডার, ফিটকিরি মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
এসময় রাজবাড়ী জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান, পাংশা থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন