শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তীব্র গরমে অতিষ্ঠ রোজাদাররা

চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

পবিত্র রমজানে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। পহেলা রমজান থেকে গতকাল ৭ম রমজান পর্যন্ত প্রচন্ড খরাতাপে চন্দনাইশ উপজেলার সর্বত্র দিন-রাত দুর্বিসহ হয়ে উঠেছে। রোজাদারসহ সকলের স্বাভাবিক জীবন যাত্রা অনেক কষ্টকর। চলতি বৈশাখের শেষ মুহুর্তে খরাতাপের দহনে কৃষক, শ্রমিক, দিনমজুর, চাকরিজীবীসহ নানান পেশার মানুষের কাজকর্ম অসহনীয় হয়ে পড়েছে। বৈশাখের শেষ মুহূর্তের গরমের তাপমাত্রা দিন থেকে দিন তীব্রতর হচ্ছে। সেই সাথে দিনের বেলায় বাতাসের জলীয়বাষ্পের পরিমান বেশি থাকায় গরম ও ঘামে মানুষের দেহ নিষক্রিয় ও নিস্তেজ হয়ে পড়েছে। আজ পর্যন্ত কোথাও প্রত্যাশিত বৃষ্টির কোন সম্ভবনা দেখা যাচ্ছে না। এই রমজানে প্রচন্ড খরাতাপে ঘরে বাইরে ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও স্বস্তি নেই। দিনের লু-হাওয়া আর রাতের বেলাও ঘুমোট গরম রোজাদারসহ শিশু-বৃদ্ধসহ সব প্রানীজগতের অবস্থা কাহিল হয়ে পড়েছে। এমন বিরুপ আবহাওয়ার সাথে যোগ হয়েছে বিদ্যুতের বেলকিবাজি। এইদিকে প্রচন্ড খরাতাপে ঝিমিয়ে পড়ছে বিভিন্ন ফসলের আবাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন