শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শ্রীপুরে হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৪ এএম

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের দুই সদস্যকে র‌্যাব-১ গ্রেফতার করেছে। গত ১৪ মে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করণের ২৩টি, ১টি নোটবুক, মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার বহুলী গ্রামের মো. সুরুজ্জামান শেখের পুত্র হামিদ সিরাজী (৩৩) ও ঢাকার ধানমন্ডি থানার ৭নং রোডের ৩১/১ বাসার মৃত আবু হেনা ফজলে এলাহীর পুত্র ওসামা ফজলে এলাহী (২৯)। উগ্রবাদীদের বিরুদ্ধে র‌্যাব-১ এর ডিএডি আব্দুল জলিল বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর থানায় মামলা করেন।
র‌্যাব-১ সূত্রে জানা যায়, কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ি গ্রামে হামিদ সিরাজীর ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার সহযোগী ওসামা ফজলে এলাহীর বিষয়ে তথ্য দেয়। পরে তাকে সাথে নিয়ে চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানা এলাকার কুঞ্জছায়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামা ফজলে এলাহীকেও আটক করা হয়। তারা উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে জানা যায়, তারা ‘হিজবুত তাহরীর বাংলাদেশ’ এর সক্রিয় সদস্য এবং ওসামা ফজলে এলাহী ওই সংগঠনের অন্যতম ‘থিংক ট্যাঙ্ক’ ও অর্থদাতা। ফেইসবুক আইডি ব্যবহার করে ওসামা ফজলে এলাহী যুক্তরাজ্য ভিত্তিক দাওয়াতী সংগঠন আইইআরএ এর অনুসরণে ‘মিশন ধাওয়া বাংলাদেশ’ নামক ফেইসবুক পেইজ খুলে উক্ত পেইজের এ্যাডমিন হিসেবে আন্তর্জাতিক উগ্রবাদী মতাদর্শের সমর্থনে বিভিন্ন পোস্ট করত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন