বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পানি সরবরাহের ক্যানেল বন্ধ করে বাড়ি নির্মাণ চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

কাশিয়ানী (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রামপুরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পানি সরবরাহের একমাত্র ক্যানেলটি প্রভাবশালীরা দখল করে বাড়ি করার পাঁয়তারা করছে। রামপুরা গ্রামের রাজ্জাক শেখের ছেলে আসলাম শেখ, আঃ মান্নানের ছেলে মুছা শেখ, একই গ্রামের শফিকুল ইসলাম ও হাসান শেখ জানায়, রাস্তার পাশে সরকারি জায়গায় কাটা ক্যানেলটি এ গ্রামের মানুষের পানির চাহিদা পূরণের একমাত্র পানির আধার। ক্যানেলের দুই পাড়ের বিপুল সংখ্যক মানুষ এই ক্যানেলের পানি দিয়ে সারা বছর তাদের পানির উপর নির্ভর করে। একই গ্রামের আবুল, মান্দার ও সাহাদত নামে তিন বিত্তশালী ক্যানেলের অপর পাড়ে বাড়ি করার জন্য এক খ- জমি কেনে। কয়েকদিন পূর্বে আবুল ও তার সঙ্গীরা ক্যানেলের পাড়ে গ্রামের বিভিন্ন মানুষের লাগানো কলাগাছ ও ফলের গাছ কেটে ফেলে এবং বাড়ির সীমানা বড় করার জন্য তাদের জমি বরাবর ক্যানেলের মধ্যে মাটি দিয়ে ক্যানেল ভরাট করতে শুরু করে। এ নিয়ে প্রভাবশালী উক্ত মানুষদের সঙ্গে এলাকার মানুষের মধ্যে বিরোধ শুরু হয়। যে কোন সময় এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে। গ্রামবাসী জানায় উক্ত ক্যানেলের পানি ব্যতীত তাদের বিকল্প আর কোন পানির ব্যবস্থা নাই। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সত্তর ব্যবস্থা গ্রহণ করে সম্ভাব্য পানির সংকট থেকে রক্ষা করবেন সে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন