শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জীপের চাপায় হেলপার নিহত

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
রাইখালী-রাজস্থলী-বান্দরবান সড়কের রাইখালীতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চোরাই কাঠ বোঝাই জীপ রাইখালী অভিমুখে দ্রুতবেগে বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় গাড়ি উল্টে মো. সাদ্দাম হোসেন (২৬) নামের এক হেলপার নিহত এবং গাড়ির চালক মো. জাবেদ (২২), মো. নাজিম উদ্দিন (১৮) আহত হয়েছে। লাশ বিজিবি ক্যাম্পে নেয়া হলে উত্তেজিত জনতা বিজিবি ক্যাম্পে হামলা চালিয়ে চেকপোস্টের গোলঘর ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডংছড়ি বিজিবি চেকপোস্টে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। জানা গেছে, উপজেলার রাইখালী ডংছড়ি বিজিবির ক্যাম্পের সামনে দিয়ে চোরাইকাঠ বোঝাই একটি জীপ ক্যাস্প অতিক্রম করার সময় বিজিবি’র টহল দল বাধা দেয়। গাড়ি না থামিয়ে চেকপোস্ট অতিক্রম করার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে হেলপারসহ ৩ জন চাপা পড়ে। বিজিবির টহল দল দুর্ঘটনা কবলিত গাড়ির নিচ থেকে হেলপার সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা ক্যাম্পের দিকে অগ্রসর হলে বিজিবি বাধা দেয়। মুহূর্তে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত গাড়ি চালক জাবেদ, হেলপার নাজিম উদ্দিনকে স্থানীয় জনতা গাড়ির নিচ থেকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল ও চমেক হাসপাতালে ভর্তি করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন