শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

একাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ধামরাইয়ে ১৬টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নে ভোট উৎসব আজ। একটি ইউনিয়নে নির্বাচন স্থগিতাদেশ জারি হওয়ায় বাকি ১৫টি ইউনিয়নের ১৫৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে আজ। প্রার্থী ও ভোটারদের মতে বিভিন্ন ইউনিয়নে একাধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। কিন্তু প্রশাসনের ভাষায় ‘ঝুঁকিপূর্ণ’ নয় শব্দটি হবে ’গুরুত্বপূর্ণ’। তবে রোয়াইল চৌহাট, সূয়াপুর, যাদবপুর, বাইশাকান্দা ইউনিয়নে ইতোপূর্বে মারামারি হানাহানি হওয়ায় ওই সব ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কড়া নজরদারি আশা করছে ওই সব ইউনিয়নের সাধারণ ভোটাররা। কুশুরাসহ অন্যান্য ইউনিয়নবাসীরও একই প্রত্যাশা। ওদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রয়েছে গ্রামপুলিশ। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ রক্ষায় ৪০০০ অতিরিক্ত পুলিশ, প্রতি ইউনিয়নে একটি করে বিজিবির টিম, র‌্যাব, ২৬৩৫ জন আনসার, একজন করে  নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ নিয়োজিত থাকছেন। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করে সেজন্য আগেই কড়া হুঁশিয়ার করে দিয়েছেন জেলা প্রশাসক মোঃ সালাউদ্দিন, পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম ও ধামরাই থানার ওসি রিজাউল হক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন