শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শাহজালাল বিমানবন্দর থেকে পাঁচ রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল রোববার ভোরে গালফ এয়ারের একটি বিমানে ওঠার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তাদের মধ্যে একজন মানবপাচারকারী দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
আটকরা হলোÑ আরিফা বেগম, মনিকা হোসাইন, সানোয়ারা বেগম, মোহাম্মদ ওমর এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন। এর মধ্যে আব্বাস মানবপাচারকারী চক্রের সদস্য বলে সন্দেহ করছে পুলিশ।
বিমানবন্দর সূত্র জানায়, আটক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে। তারা গলফ এয়ারলাইন্সের একটি বিমানে ওঠার সময় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার আসিফ পাঁচজনকে আটকদের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যে পাড়ি জমাতে চেয়েছিল। তবে সন্দেহ হওয়ায় তল্লাশি করে তাদের আটক করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন