শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অসম প্রণয়-আত্মহত্যা!

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১২:০৫ এএম

অসম ও অবৈধ প্রণয়লীলা ফাঁসের জেরে সহমরণকেই সমাধান মনে করে একসাথে গ্যাস ট্যাবলেট সেবন করে প্রাণ দিল চৈতী রানী (২৮) তার তরুণ প্রেমিক কনক চন্দ্র রায় (১৮)। গত রোববার মাঝ রাতে দুজনে এক সাথে তাদের বাড়ি সংলগ্ন পাটের ক্ষেতে গ্যাসের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে। মুহূর্তেই গ্যাস ট্যাবলেটের প্রতিক্রিয়া শুরু হলে দু’জনে ছটফট করতে থাকে। বুঝতে পেরে পাড়া প্রতিবেশিরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার প্রস্তুতির মধ্যেই মারা যায় তারা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গাংনগর মাঝ পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক পাড়া প্রতিবেশিদের কাছ থেকে পাওয়া তথ্য উদ্ধৃত করে জানান, দুই সন্তানের জননী চৈতী রানী (২৮) বুদ্ধিপ্রতিবন্ধী সুবন্ধু রায়ের স্ত্রী। একই মহল্লার বাসিন্দা অমল চন্দ্র রায়ের ছেলে কনক চন্দ্র রায় (১৮) এর সাথে আত্মীয়তা সুত্রে চৈতী রানী অবৈধ প্রনয়লীলায় জড়িয়ে পড়ে। সম্প্রতি উভয়ের সম্পর্ক জানাজানি হয়ে গেলে পাড়া প্রতিবেশি ও আত্মীয় স্বজনরা তাদের বিভিন্ন সময় অপমান অপদস্ত করতে থাকে। এরই জের ধরে দু’জনে সহমরনের সিদ্ধান্ত নিয়ে ইঁদুর নিধন ও পুকুরে ব্যবহার যোগ্য গ্যাসট্যাবলেট সেবন করে আত্মহত্যা করে। শিবগঞ্জ থানার পুলিশ গতকাল সোমবার লাশ ২টি উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন