শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নির্বাচনী উত্তাপ চায়ের দোকানে

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

মুহাম্মদ আতিকুল্লাহ, গফরগাঁও (ময়মনসিংহ) থেকে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন শনিবার। এ উপজেলার ১৫টি ইউনিয়নে বাংলাদেশ আ.লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী রয়েছে। চেয়ারম্যান প্রার্থী মোট ৫২ জন। চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। ইউনিয়নের প্রতিটি হাট-বাজারের চায়ের দোকানগুলোতে দিনরাত নির্বাচনী আলোচনা শীর্ষে রয়েছে। ইতোমধ্যেই নির্বাচনী যাবতীয় কার্যক্রম শেষ পর্যায়ে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। নির্বাচনে ১৫টি ইউনিয়নের মধ্যে চরআলগী ইউনিয়নে সবচেয়ে বেশী উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকবার আওয়ামী লীগ ও বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। অন্যদিকে মহাখালী ও রসুলপুর ইউনিয়নে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ১নং রসুলপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান খায়রুল জানান, দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ভোটারদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ বিজয়ী হবো। সালটিয়া ইউনিয়নের ৪নং সাধারণ ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী মোঃ শহীদুল ইসলাম (সাইদুল) জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছি। যাতে আল্লাহর রহমতে বিজয়ী হতে পারি। বিজয়ী হলে এলাকায় উন্নয়নের জন্য কাজ করে যাবো। ১নং রসুলপুর ইউনিয়ন ঃ হাজী মোঃ সাইফুল ইসলাম (আ.লীগ), সাবেক চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান খায়রুল (বিএনপি), মোঃ কায়সার উদ্দিন (জাতীয় পার্টি), বর্তমান চেয়ারম্যান আ.লীগ বিদ্রোহী মঈনুল হক ওরফে মঈন সরকার, ২নং বারবাড়ীয়া ইউনিয়ন ঃ মোঃ আবুল কাশেম (আ.লীগ), মোঃ শফিকুল ইসলাম (বিএনপি), বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদ হোসেন (স্বতন্ত্র), ৩নং চরআলগী ইউনিয়ন ঃ মোঃ মাসুদুজ্জামান মাসুদ (আ.লীগ), মোঃ এনামুল হক ওরফে দেলোয়ার হোসেন মাস্টার (বিএনপি), সাবেক চেয়ারম্যান আ.লীগ বিদ্রোহী দুলাল উদ্দিন আকন্দ, ৪নং সালটিয়া ইউনিয়ন ঃ সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুল হক ঢালী (আ.লীগ), মোঃ শহিদুর রহমান, বর্তমান চেয়ারম্যান (বিএনপি), ৫নং যশরা ইউনিয়ন ঃ মোঃ তারিকুল ইসলাম রিয়েল (আ.লীগ), সাবেক চেয়ারম্যান মোঃ ইমাম খসরু সরকার (বিএনপি), ৬নং রাওনা ইউনিয়ন ঃ শাহাবুল আলম (আ.লীগ) , মোঃ জালাল উদ্দিন বর্তমান চেয়ারম্যান (বিএনপি), বিএনপি বিদ্রোহী মোঃ আবুল হোসেন, মোঃ আসলাম উদ্দিন (জাতীয় পার্টি), ৭নং মশাখালী ইউনিয়ন ঃ সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল খান মনি (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান আ.লীগ বিদ্রোহী মোঃ সেলিম, মোঃ শফিউল আলম (বিএনপি), ৮নং গফরগাঁও ইউনিয়ন ঃ শামসুল আলম খোকন বর্তমান চেয়ারম্যান (আ.লীগ), মোঃ সোরহাব উদ্দিন (বিএনপি), মোঃ আল আমিন সোহান (জাতীয় পার্টি), ৯নং পাঁচবাগ ইউনিয়ন ঃ শাহ মোঃ কামরুল ইসলাম ফখরুল (আ.লীগ), মোঃ মাহাবুবুল আলম (বিএনপি), মোঃ সোহরাব উদ্দিন লিটন (জাতীয় পার্টি), ১০নং উস্থি ইউনিয়ন ঃ মোঃ নজরুল ইসলাম তোতা বর্তমান চেয়ারম্যান (আ.লীগ), মোঃ আসাদুজ্জামান সুজন (বিএনপি), সাবেক চেয়ারম্যান বিএনপি বিদ্রোহী আ কা মোঃ আবুল কালাম হাসান ওরফে কবির সরকার, মোঃ আবদুল কুদ্দুস খান (জাতীয় পার্টি), ১১নং লংগাইর ইউনিয়ন ঃ মোঃ আবদুল্লাহ আল-আমিন বিপ্লব (আ.লীগ), মোঃ আবদুল হামিদ বর্তমান চেয়ারম্যান (বিএনপি), শফিকুল আলম (স্বতন্ত্র), ১২নং পাইথল ইউনিয়ন ঃ মোঃ আখতারুজ্জান ওরফে আফতাব ঢালী, বর্তমান চেয়ারম্যান (আ.লীগ), মোঃ নুরুজ্জামান (বিএনপি), ১৩নং দত্তেরবাজার ইউনিয়ন ঃ মোছাঃ রোকসানা বেগম বর্তমান চেয়ারম্যান (আ.লীগ), মোঃ মাহফুজুর রহমান বাচ্চু (বিএনপি), রফিকুল ইসলাম (স্বতন্ত্র), শাহজাহান ফকির (স্বতস্ত্র), সিরাজুল হক (স্বতন্ত্র), বাবুল মিয়া (স্বতন্ত্র), ১৪নং নিগুয়ারী ইউনিয়নঃ মোঃ শাহাব উদ্দিন খান বর্তমান চেয়ারম্যান (আ.লীগ), মোঃ এনামুল হক (বিএনপি), মোঃ আফাজ উদ্দিন (স্বতন্ত্র), আওয়ামী লীগ বিদ্রোহী হাদিউল ইসলাম ও ১৫নং টাংগাবর ইউনিয়ন ঃ মোঃ মোফাজ্জল হোসেন বর্তমান চেয়ারম্যান (আ.লীগ), মোঃ সালে আকরাম খান (বিএনপি), সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদ (স্বতন্ত্র), একেএম মিজান উদ্দিন (স্বতন্ত্র), মাসুম বিল্লাহ খান (স্বতন্ত্র), মাহতাব খান (স্বতন্ত্র)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন