শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাতক্ষীরায় স্বর্ণের বার পাচারকালে আ.লীগ নেতাসহ আটক ২

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে

ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারির শিকড়িতে এক কেজি চারশ’ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ এক আ’লীগ নেতাসহ দুজনকে অটক করেছেন বিজিবি সদস্যরা। এরা হলেন- আতাউর রহমান (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী বৈকারী গ্রামের মৃত রুহুল আমিন ওরফে রোহেল সরদারের ছেলে ও একই গ্রামের েেগাপাল ম-লের ছেলে প্রদীপ কুমার ম-ল (৪২)। আটক আতাউর রহমান বৈকারী ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান অসলের ছোট ভাই ও একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য এবং বৈকারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পালসার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন। শুক্রবার দিবাগত রাতে আটকের পর গতকাল শনিবার দুপুরে মামলা দিয়ে তাদের সাতক্ষীরা থানায় সোপর্দ করেছে বিজিবি। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতে পাচারের জন্য স্বর্ণের একটি বড় চালান সাতক্ষীরার বৈকারী সীমান্তের দিকে নিয়ে আসা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বৈকারী ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা রাতে ওই এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে মোটরসাইকেলটি শিকড়ী নামক স্থানে পৌঁছলে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটিকে থামার সংকেত দেয়। কিন্তু না থেমে গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে মোটরসাইকলেসহ দু’জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১২টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। যার ওজন ১২০ ভরি বা এক কেজি চারশ’ গ্রাম। ওই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, বৈকারী ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান বাদী হয়ে ওই দুজনকে আসামী করে শনিবার দুপুরে মামলা দায়ের করেছেন। প্রসঙ্গত, বৈকারীর নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে এলাকার শীর্ষ চোরাকারবারি হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে তিনি চেয়ারম্যান হওয়ার পর সীমান্তে স্বর্ণ পাচার আরো বৃদ্ধি পেয়েছে। তবে ৩৮ বিজিবির বর্তমান অধিনায়ক লেঃ কর্নেল আরমান হোসেন সৎ কর্মকর্তা হওয়ায় বৈকারিসহ সীমান্তের চোরাচালানীরা বেকায়দায় রয়েছে। এমনকি স্বর্ণসহ আটক নিজের ভাইকে ছাড়িয়ে নেয়ার জন্যও অনেক তদবির করেও লাভ করতে পারেননি এই আওয়ামী লীগ নেতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন