গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ার দায়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোজ কান্তি বাইন টুটুলকে দল থেকে বহিষষ্কার করা হয়েছে। গতকাল শনিবার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়েছে, সরোজ কান্তি বাইন টুটুল ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেব দুলাল বিশ্বাসের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী তারাপদ সরকারের পক্ষে কাজ করে দলীয় শৃংখলা ভঙ করেছেন। এ কারণে তাকে দলের পদ থেকে বহিষ্কার করা হলো। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী শহিদুল ইসলাম জানান, হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোজ কান্তি বাইন টুটুলের নেতৃত্বে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই ইউনিয়নের নির্বাচনের দিন গত ২৩ এপ্রিল রাতে নির্বাচিত ইউপি চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস ও তার সমর্থকদের মারপিট করে। এ ঘটনায় আমি বাদী হয়ে টুটুলসহ ১৭ জনকে আসামী করে একটি মামলা দায়েরের পর থেকে টুটুল পলাতক রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন