শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফুলবাড়িয়ায় কৃষক থেকে ধান সংগ্রহ উদ্বোধন

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরাসরি কৃষকের বাড়ি থেকে বোর ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কুশমাইল ইউনিয়নের চান্দের বাজার গ্রামের প্রান্তিক কৃষক ফজলুল হকের বাড়ি থেকে অভ্যন্তরীণ বোর ধান সংগ্রহ করেন ইউএনও লীরা তরফদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন খালিদ কাজল, এসআই আইদুল হক, এসআই তাইজুল ইসলাম প্রমুখ।
উপজেলা খাদ্য গুদাম অফিসের তথ্য মতে, চলতি বোর মৌসুমে শুকনা, চিটামুক্ত, উজ্জ্বল সোনালী রং ধান ক্রয় করা হবে। প্রতি কৃষক ১২০ কেজি (৩ মণ), অধিক ১০০০ কেজি (১ মেঃ টন) ধান বিক্রয় করতে পারবে। অবশ্যই কৃষিকার্ড ও নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ধান সংগ্রহের লক্ষমাত্র ৬২১ মে. টন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন