শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইসলামী আন্দোলন বানারীপাড়া কমিটি

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

বানাীপাড়ায় উপজেলা ইসলামী আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় দলের কার্যালয় আলহাজ মাওলানা শিহাবুদ্দিন সপ্তম বারেরমত সভপতি এবং হাফেজ আব্দুল্লাহ আল মামুন দ্বিতীবারের মত সেক্রেটারিসহ ২৫ সদস্যেও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, অর্থ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

 

আজ তসলিমের প্রথম মৃত্যুবার্ষিকী
বরিশাল-০২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের ভাই বানারীপাড়া উপজেলা আ.লীগের সাবেক কোষাধ্যক্ষ ও বানারীপাড়া বন্দর বাজার কমিটির সাবেক সম্পাদক মো.আরিফুল ইসলাম তালুকদার (তসলিম)-এর আজ শনিবার প্রথম মৃত্যু বার্ষিকী। তার পরিবারের পক্ষ থেকে কোরানখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আরিফুল ইসলাম তালুকদার তসলিম গত বছর এ দিনে মস্তিস্কে রক্তক্ষরন জনিত কারনে মৃত্যুবরন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন