গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাড়ী ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পারকোনা ব্রিজের পাশ থেকে ঢাকা মেট্রো-গ-১৯-৭৩৪০ নাম্বারের একটি প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদেরকে ঘিরে ফেলে পুলিশকে খবর দেয়, খবর পেয়ে কোটালীপাড়া থানার এএসআই আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রুবেল শেখ (২৯) ও মহিউদ্দিন মোল্লা(২২)কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার ও ছিনতাইয়ে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রুবেল টুঙ্গিপাড়া উপজেলার বঙ্গবন্ধুর মাজারের পাশের বাসিন্দা নাসির শেখের ছেলে ও মহিউদ্দিন কোটালীপাড়ার চৌরখুলি গ্রামের রফিক মোল্লার ছেলে বলে পুলিশ জানায়। এ ঘটনায় গাড়ীর চালক নলছিটি উপজেলার কান্ডপাশা গ্রামের বাসিন্দা মনির হোসেন হাওলাদার বাদী হয়ে রুবেল ও মহিউদ্দিনসহ আরো কয়েকজনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছে। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার লালবাগ এলাকা থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যাওয়ার কথা বলে ১০ হাজার টাকায় ভাড়া ঠিক করে রুবেল ও মহিউদ্দিন পরে সেখান থেকে রওনা করে গাড়িটি কোটালীপাড়া পারকোনা ব্রীজের উত্তরপাশে পৌছালে তাদের কথাবার্তায় সন্দেহ হলে ড্রাইভার স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে নজরদারীতে রেখে পুলিশকে খবর দেয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুল ফরুক জানান- ঢাকা থেকে টুঙ্গিপাড়া মাজারে যাওয়ার জন্য যাত্রী সেজে মনির ড্রাইভারের গাড়িটি ১০ হাজার টাকা ভাড়া ঠিক করে দুই ছিনতারকারী, সেখান থেকে কোটালীপাড়া পৌছালে তাদের কথাবার্তায় সন্দেহ হলে ড্রাইভার পুলিশকে খবর দেয় পরে পুলিশ গিয়ে গাড়ীসহ তাদের কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
অপর দিকে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ
শুক্রবার রাতে কোটালীপাড়া থানার এসআই নেয়ামত আলী ও এএসআই আজিজুল ইসলাম মদনপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়েল খলিফা (১৮)কে গ্রেফতার করে, এ সময় তার কাছ থেকে দুই পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। জুয়েল খলিফা উপজেলার শিমুল বাড়ী গ্রামের জাহাঙ্গীর খলিফার ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন