শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বুড়িচংয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক এবং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার আলহাজ মো. জাকির হোসেন জাহের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকসহ বেনামে পোস্টার প্রচারের মাধ্যমে অযথা বিভিন্ন অপপ্রচার চালায় একটি মহল। এরই ঘটনার প্রতিবাদে গতকাল এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে ওই ইউনিয়নের সর্বস্তরের জনগণ। পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষনে নব-নির্মিত ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন সভাপতিত্ব করেন পীরযাত্রাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ আবু তাহের। এতে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউপির বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. জাকির হোসেন জাহের। তিনি বলেন- আমি ২০১১ সনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই। ভালো কাজ করায় পরবর্তীতে ২০১৬ সালে জনগণ আবারও আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে। আমি ১০ কোটির ও অধিক টাকা ব্যয়ে এলাকার রাস্তাঘাট, কলেজ, স্কুল নির্মাণের পাশাপাশি ১৩ টি গ্রামে শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রদান করি। নিজস্ব অর্থায়নে ইউনিয়ন পরিষদ ভবন নির্মানে ২২ লাখ টাকা খরচ করে জমি ক্রয় ও মাটি ভরাট করি। তদুপরি আমার কাছ থেকে সুবিধা নিতে ব্যর্থ এলাকার একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ফেসবুক ও বেনামী পোস্টারের মাধ্যমে নানা ঘৃন্য অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি এসব ষড়যন্ত্রকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়ে বলেন, নিজেদের অপকর্মের ক্ষমা চাইতে হবে না হয় ৫০ কোটি টাকার মানহানির মামলা করবো। সম্মেলনে ঠিকাদার কামাল উদ্দীন, সুলতান আহাম্মদ মুন্সী, মাহবুবুর রহমান মাসুম, মামুনুর রশীদ ভূইয়া, নজরুল ইসলাম, আবুল কালাম, জসিম উদ্দীন মেম্বার, জহির মেম্বার, নেয়ামত মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার, সরু মিয়া সুবেদার, আবুল কালাম আজাদ, দিগন্ত সুমন, সাইফুল ইসলাম বাদল, হাসান সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন