আসন্ন ঈদকে সামনে রেখে উপজেলার মার্কেটগুলোতে রাত্রিকালীন যাতায়াতকারী ক্রেতা সাধারণ পকেটমার ও ছিনতাই আতংকে ভোগছে। প্রতি বছর ঈদের এক সপ্তাহ আগে থেকে উপজেলার বিভিন্ন স্থানে ছিনতাইকারী ও পকেটমারের দৌরাত্ম বৃদ্ধি পায়। বিশেষ করে ঈদের আগে যেসব এলাকায় ক্রেতা সাধারণ আতংকে ভোগে তা হচ্ছে উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাইন্ন্যা পুকুড় পাড়, পাঠানি ব্রিজ সংলগ্ন জামিজুরী রাস্তার মাথা, বাগিচাহাট হতে সাতবাড়িয়া নাজিরহাট সড়কে শুওয়াইর ব্রিজ ও খইল্ল্যার টেক। বরকল ইউনিয়নের সুচিয়া স্কুল সংলগ্ন রাস্তার মাথা, নাজিরহাট থেকে বরমা সড়কে নাজিরহাটের পশ্চিমে নাথ পাড়া ব্রিজ এবং নাজিরহাট বৈলতলী সড়কে বোচন্না বাপের ব্রিজ এইসব এলাকায় ঈদের আগ মুহুর্তে ঈদ বাজার করে ঘর মুখী মানুষকে জিম্মি করে স্বর্বস্ব ছিনিয়ে নেই। প্রতি বছর এসব স্থানে ঈদের এক সপ্তাহ আগে থেকে গভীর রাতে ছিনতাই কারীর দৌরাত্ম বৃদ্ধি পায়। উক্ত এলাকায় রাত্রিকালীন পুলিশি তৎপরতা জোরদারের জন্য প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন