কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হাতিয়ারঘোনা থেকে ১ লাখ ইয়াবাসহ একজনকে আটক করেছে নবগঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫ এর একটি বিশেষ আভিযানিক দল। র্যাব ১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এর নেতৃত্বে এবং ক্রাইম প্রিভেনশন কম্পানি ১, টেকনাফ ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মাদক ছাড়াও মাদক বিক্রির ৩ লাখ টাকা এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে র্যাব।
র্যাব ১৫, সিপিসি ১, টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. (নৌবাহিনী) মির্জা শাহেদ মাহতাব জানান, আজ ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালায় র্যাব ১৫ এর একটি চৌকস দল। এ সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওইখানে অবস্থানরত একটি সিএনজি এবং মো. আব্দুল আমিন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি কক্সবাজারের খুরুশকুল এলাকায় এবং তার বাবার নাম ফজলুল হক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন