কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গুরুত্বপূর্ণ একটি সোনামুখী বাজার। এ বাজারকে ঘিরে গড়ে উঠেছে শত শত দোকান। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তবে সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে যাওয়ায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয়রা জানান, বাজারে সবজি, মাছ, মাংস ও কাপড়ের দোকান ছাড়াও আশপাশে গড়ে উঠেছে বহুতল ভবনসহ বিভিন্ন মার্কেট। সেগুলোর ময়লা ফেলার স্থান ও পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনের ব্যবস্থা না থাকা এমন অবস্থার সৃষ্টি হয়েছে। দোকানদার মাসুদ, শহিদুল ইসলাম, নান্নু কাজী বলেন, বাজারে দোকান করার জন্য ইউনিয়ন পরিষদ টেক্স, ভ্যাট সবই দিয়ে থাকি। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে আমাদের সমস্যা দূর করতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন