শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নান্দাইলে গণধর্ষণের শিকার গৃহবধূ ঘটনার ৪ দিন পর থানায় মামলা

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে গত বুধবার রাতে সুলতানা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে একই গ্রামের ৪ বখাটে যুবক। ঘটনার ৪ দিন পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানায় মামলা হয়েছে। অভিযোগ এবং ঘটনাস্থলের এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৫ মে সন্ধ্যায় রসূলপুর গ্রামের জনৈক শরীফ মিয়ার স্ত্রী স্বামীর বাড়ি থেকে উপজেলা সদরের আচারগাঁও ঝউগড়া গ্রামের পিত্রালয়ে আসার পথে রাত আনুমানিক ৯টার দিকে রসুলপুর বাণিজ্যবাজারে দক্ষিণ পাশে আসামাত্রই রসুলপুর গ্রামের শাহাব উদ্দিন সরকারের পুত্র তমজিদসহ ৪ বখাটে তার পথ রোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী নদীর পাড়ে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ঘটনার বিষয়ে কাউকে না জানাতে হুমকি প্রদর্শন করে তাকে চলে আসার সুযোগ দেয়। এ ব্যাপারে ধর্ষিতা গৃহবধূ নিজে বাদি হয়ে পরদিন নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে নান্দাইল থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করতে কালক্ষেপণ করলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৪ দিন পর গত শনিবার মামলাটি নথিভুক্ত হয়। গতকাল রোববার ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন