ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
ঘাটাইলে মফিজুর রহমান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার) সকালে উপজেলার কান্দুলিয়া গ্রামের একটি পতিত জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও তার পরিবারের ধারণা, মফিজকে হত্যা করা হয়েছে। জানা যায়, মফিজুর রহমান ঘাটাইল উপজেলার কান্দুলিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে। সে ৬-৭ বছর আগে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার ধুলটিয়া গ্রামের ইব্রাহিমের মেয়ে ছাহেরাকে বিয়ে করে। এই ঘরে মাফিয়া (৩) নামে একটি কন্যাসন্তান আছে। তিন বছর আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। মফিজুর ঘাটাইল উপজেলার মনিদহ গ্রামে আলমগীরের মেশিনে ড্রাইভার হিসেবে কাজ করত এবং সেখানেই থাকত। বাড়ির সাথে যোগাযোগ কম ছিল। ছাহেরার সাথে মফিজের বিবাহবিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে পুনঃসম্পর্ক স্থাপনের চেষ্টা চলছিল এবং ছালেহাদের বাড়িতে যাতায়াত ছিল বলে জানায় এলাকাবাসী। গতকাল (রোববার) সকালে উপজেলার কান্দুলিয়া গ্রামের জিএম নামের এক লোকের একটি পতিত জমিতে তার লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তার তালাকপ্রাপ্ত স্ত্রী ছাহেরাকে আটক করে থানায় নিয়ে যায়। মফিজের বাবা জামালের দাবি তাকে জোর করে বিষ খাইয়ে হত্যা করে লাশ পতিত জমিতে ফেলে দেয়া হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন জানান, তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন