শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শ্রমিক নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা

বরগুনার পাথরঘাটায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিএফডিসি মৎস্যঘাট শ্রমিক সভাপতি ও পাথরঘাটা পৌরসভা প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান সোহেল সাজানো একটি নারী নির্যাতন ও অপহরণ মামলায় কারাগারে বলে অভিযোগ করে গত শনিবার পাথরঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সাধারণ সম্পাদকসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম দুলাল লিখিত বক্তব্যে বলেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের বিরুদ্ধে একটি প্রভাবশালী মহল সোহেলের জনপ্রিয়তা দেখে সোহেলকে মাইনাস করতে সোহেলসহ তাদের বিরুদ্ধে একের পর এক হয়রানী মূলক মিথ্যা মালায় লিপ্ত হয়েছে। শ্রমিক নেতারা বলেন, গত ৩০ আগস্ট ২০১৫ উপজেলার কালমেঘা ইউনিয়নের একটি মেয়েকে দিয়ে তার মায়ের মাধ্যমে ষড়যন্ত্রমূলক সোহেলসহ ১৪ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করান প্রভাবশালী ওই মহল। পরে মামলাটির ব্যাপারে তদন্ত হলে ঘটনার কোনো সত্যতা না পাওয়ায় সকল আসামিদের মামলা থেকে অব্যহতি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিকে মামলার বাদী চার্জশিটের ব্যাপারে বিজ্ঞ আদালতে না রাজি প্রদান করলে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরে গত ২৬ মে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত ১নং আসামির জামিন না মঞ্জুর করে বাকি আসামিদের জামিন মঞ্জুর করেন। সোহেলের ভাই মো. হাফিজুর রহমান সোহাগ জানান, তার বড় ভাই মোস্তাফিজুর রহমান সোহেলের জেল হওয়ায় আরো বেপোরোয়া হয়ে তাদের পরিবারের লোক জনকে হত্যা ও তাদের বিরুদ্ধে আরো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে আসছে ওই প্রভাবশালী মহলটি। হাফিজ বলেন আমরা বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন