বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা ঃ কুমিল্লার বুড়িচং উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। বাজার ঘুরে জানা যায়- বাজার মনিটরিংয়ের অভাবে এক শ্রেণির অসাধু সিন্ডিকেটধারী ব্যবসায়ী মাহে রমজানে অধিক লাভের আশায় বিভিন্ন পণ্য মজুদ রাখায় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। মসলার মধ্যে শুধু পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও বৃদ্ধি পেয়েছে রসুনের দর। রমজানের রোজাদারদের ইফতারের অন্যতম উপকরণ ছোলার বাজারদর কিছুদিন আগেও প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা দর থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ১০০ টাকা কেজি। অন্যান্য ডালের দর বাড়লেও মশুর ডাল ১০৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬০-১৭০ টাকা। গরুর মাংস প্রতি কেজি কিছুদিন পূর্বেও ৩৬০-৩৭০ টাকা দর থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০-৫০০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দর প্রতি কেজি ১৩৫ টাকা থেকে বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১৬০-১৭০ পর্যন্ত। এছাড়া, ইফতারির সঙ্গে সম্পৃক্ত অন্যান্য দ্রব্যাদির দর বৃদ্ধিসহ প্রতি কেজি চিনিতে ৫-১০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৫-৬০ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন