শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রমজানের আগেই ফরিদপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ফরিদপুরে রমজান উপলক্ষে সব ধরণের খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে লবন, চিনি, ডাউল, তরিতরকারি। শবে বরাত এরপর দিন থেকে এই খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। খুচরা বিক্রেতা দোকানিগণ জানান, আমরাতো খুচরা বিক্রেতা, ফরিদপুরের বাজারের মহাজনদের নিকট থেকে মালামাল ক্রয় করি, তারা যেভাবে মূল্যনির্ধারণ করে আমাদের সেভাবে বিক্রি করতে হয়।
গতকাল শনিবার সরোজমিনে বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে কেজিতে প্রায় ১০ টাকা। এতে প্রতি মনে প্রায় ৪শ’ টাকা বৃদ্ধি পেয়েছে। তরকারি বিক্রেতা গর্জন, মাসুদ জানান, আড়তে গেলে দেখা যায় প্রতিদিন পিয়াজ, করলা, পটলসহ সকল তরকারীর দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কি করবো আমাদের তো কিনেই ব্যবসা করতে হয়। তাই উচ্চমূল্যের পণ্য কিনে আনি তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়ে নাই। তবে খোঁজ নিয়ে যায় যায় দ্রব্যমূল্য আরো বৃদ্ধি পেতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন