আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ‘তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।’ (সূরা ইউসুফ : আয়াত ৯২)।
আবু সুফিয়ান ইবনে হারেস এরপর কয়েক লাইন কবিতা আবৃত্তি করলেন, তার অর্থ হচ্ছে, ‘তোমার বয়সের শপথ, আমি যখন লাতে’র শাহ সওয়ারকে মুহাম্মাদের শাহ সওয়ারের ওপর বিজয়ী করার উদ্দেশ্যে পতাকা তুলেছিলাম সে সময় আমার অবস্থা ছিল রাতের পথহারা পথিকের মত। আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ: খাদিজা আখতার রেজায়ী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন